ঘরে বসে থাকতে থাকতে আপনি বিরক্ত? আর ভালো লাগছে না? বের হবেন না দয়া করে। বরং দরজার ছিটকিনিটা ঠিকঠাক এঁটে দেওয়া আছে কি না, দেখে নিন সেই সিনেমাগুলো, যেগুলো আপনাকে নিয়ে যাবে সমুদ্রের ধারে, বনে, জঙ্গলে, পাহাড়ে। নির্জন রাস্তা ধরে চলছেন তো চলছেনই। আর আপনি চাইলে সেই যাত্রায়ই পৌঁছে যেতে পারেন মঙ্গলগ্রহেও! এসবে মুগ্ধ হতে, জানতে, দেখতে হবে কিছু নির্দিষ্ট সিনেমা।
‘থেলমা অ্যান্ড লুইস’
১৯৯১ সালের মার্কিন ছবি। রোড অ্যাডভেঞ্চার যাঁদের পছন্দ, তাঁদের তালিকার প্রথম সারির নাম এই ছবি। তবে কোনো কারণে কোনো বিপদ হলে বা পুলিশ তাড়া করলে সেটাও নিশ্চয়ই নিজ দায়িত্বে পরিস্থিতি সামলে নেবেন।
‘রোমান হলিডে’
রোম নগরীর মনোরোম সব লোকেশন দৃশ্যায়ন হয় এ চলচ্চিত্রে । কাগজের রিপোর্টা এবং পালিয়ে রোম নগরী দেখতে যাওয়া রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারিণী প্রিন্সেস প্রণয়ধর্মী হাস্যরসাত্মক এর কাহিনী আপনাকে মুগ্ধ করতে বাধ্য ।
‘ইনটু দ্য ওয়াইল্ড’
অ্যাডভেঞ্চার এর উপর ভিত্তি করে নির্মীত এ মার্কিন চলচ্চিত্র। পরিবেশ ও সমাজের উন্মুক্ত জগতের বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আরো একবার জীবনকে নতুন করে অবলোকন করা শিখিয়ে দেবে আপনাকে ।
‘দ্য বাকেট লিস্ট’
কমেডি এবং ড্রামা ঘরানার মুভি এটা। একই সাথে বলা যায় এডভেঞ্চার মুভিও। দু জগতের বাসিন্দা হয়েও একই সাথে দুজনে বেড়িয়ে পড়েন বাস্তবতার চাপে দমিয়ে রাখা শখগুলো পূরণ করতে।
‘দ্য দার্জিলিং লিমিটেড’
ছুটি কাটাতে পরিবার নিয়ে দার্জিলিং যেতে মন চাচ্ছে? যেতে হবে না দেখেফেলুন এই মুভিটি ।
দেখে ফেলুন সত্যজিৎ রায়ের বা ‘অরণ্যের দিনরাত্রি’।
যদি হন হিন্দি সিনেমার ভক্ত? তাহলে ‘দিল চাহতা হ্যায়’ দেখে নিন। আগে দেখলে আরেকবার দেখুন। দেখুন আর মনে মনে ঘুরে আসুন ভারতের গোয়া আর অস্ট্রেলিয়ার সিডনি থেকে।
রোমান্টিক ছবি পছন্দ? তাহলে দেখুন কারিনা কাপুর আর শহীদ কাপুর অভিনীত ‘জাব উই মেট’। মুম্বাই, পাঞ্জাব আর হিমাচল প্রদেশ দেখে আসুন।
আপনি যদি শাহরুখ-ভক্ত হন, তাহলে দেখে ফেলুন ‘জাব হ্যারি মেট সেজাল’। এখন তো ইউরোপে যাওয়ার কথা চিন্তা করলেও ভয় লাগবে। তবে যদি কিঞ্চিৎ পুরোনো ইউরোপে ঘুরে আসার সাধ জাগে, তাহলে শাহরুখ-কাজলের ডিডিএলজেতেও চোখ বুলিয়ে নিতে পারেন।
‘দিল ধাড়াকনে দো’। একটি ছবি দেখেই ঘুরে আসুন তিন দেশ—তুরস্ক, স্পেন আর তিউনিসিয়া।
দেখে ফেলতে পারেন ‘কুইন’ বা ‘হাইওয়ে’।
ওপরের সব ছবিই দেখা? তাহলে দেখুন ‘লিটল মিস সানসাইন’, ‘ওয়েজেস অব ফিয়ার’, ‘ব্যাডল্যান্ডস’, ‘প্যারিস টেক্সাস’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘কারিব কারিব সিঙ্গেল’, ‘কারওয়া’, ‘হাইওয়ে’, ‘পিকু’, ‘রোড’, ‘ইজি রাইডার্স’, ‘লা স্ট্রাডা’ সিনেমা।