দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯৯৬ জন। শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৩ হাজার ৫১৩ জনে। এদিকে সুস্থ হয়েছেন আরও ১৫৩৫ । এ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন সুস্থ হলেন। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪৭১ জন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮, নারী ৫ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৭৪৯ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৭২২ জন। শনাক্ত বিবেচনায় ৭৯ দশমিক ২০ শতাংশ পুরুষ, ২০ দশমিক ৮০ শতাংশ নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।