গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযাণে পাঁচ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে ।সোমবার (৯ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।
গাজীপুরের র্যাব-১’র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। পরে এসএ পরিবহনের সামনে থেকে মো. সুমন হাসান ও মাহফুজ আহম্মেদকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবাগুলো আনা হয়েছে।
আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।