আশজাদ রসুল সিরাজী, গাজীপুর প্রতিনিধি : করোনা সংকটকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় বসবাসরত পোশাক শ্রমিকদের বাসা ভাড়া কমাতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে মহানগরীর কাশিমপুর এলাকার মন্টেক্স গার্মেন্টসের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।
অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিএমপি পুলিশের কোনাবাড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত সহকারি পুলিশ কমিশনার (এসি) মো. আহসানুল হক, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খাঁন, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন, শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল জলিল পরিদর্শক অপূর্ব হাসান প্রমুখ।
পুলিশ কর্মকর্তা সুশান্ত সরকার গাজীপুর শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় তিনি এই করোনাকালে বাড়িওয়ালাদের মানবিক দৃষ্টি রেখে ভাড়াটিয়াদের পাশে দাঁড়াতে অনুরোধ জানান। স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের উপস্থিতিতে বাড়ির মালিকরা এ আহ্বানে সাড়া দিয়ে তাঁদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারপরও তারা পুলিশের আহ্বানটি বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্বের সাথে দেখার প্রতিশ্রুতি দেন। মন্টেক্স গার্মেন্টসের শ্রমিক শ্যামল জানান, করোনা সংক্রমনরোধ করতে চলমান লকডাউনের কারণে স্থানীয় বেশিরভাগ কারখানাই বন্ধ ছিল। এতে তাদের বেতন ভাতা বকেয়া পড়ে যায়। বাড়ি ভাড়া ও দোকান বাকিও পরিশোধ করতে পারেননি। তাই এ ক্রান্তিকালে বাড়ি ভাড়া কিছুটা মওকুফ করলেও আমাদের বেশ উপকার হবে। স্থানীয় বাড়ির মালিক মো. সাইয়েদুর রহমান জানান, আমাদের ভাড়াবাড়ির বিদ্যুৎ বিল গ্যাস বিল দিতে হয়। নানা খরচ আমাদেরই বহন করতে হয়। তারপরও এ করোনা সংকটকালে শ্রমিকদের দূরাস্তার কারণে আমরা বাড়ির ভাড়া কম নেব।