আশজাদ রসুল সিরাজী, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলায় এক দিনে সর্বোচ্চ ১৪৯ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। ১৭ জুন (বুধবার) বিকালে গাজীপুর সিভিল সার্জেন এসব তথ্য জানান।
সূত্রে জানা গেছে, জেলার গাজীপুর সদরে ১০১ জন, শ্রীপুরে ২১ জন ও কালিয়াকৈরে ২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে। সর্বমোট এ জেলায় ২৫১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অসচেতনতা ও সামাজিক দূরত্বের নিয়ম নীতি না মানার কারণে করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাচ্ছে বহুগুন। সর্বশেষ তথ্যমতে, গাজীপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গাজীপুর সদরে ১৫৮২ জন, কালিগঞ্জে ১৯৮ জন, কাপাসিয়ায় ১৫৩ জন, কালিয়াকৈরে ৩০৯ জন ও শ্রীপুরে ২৬৯ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩৯৯ জন। গত ২৪ ঘন্টায় ৫০১ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে সর্বমোট ১৮ হাজার ৪শত ৮১ জনের। গাজীপুরে মৃত্যুর সংখ্যা সর্বমোট ২৮ জন।