আব্দুল আলীম, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেইট নামাপাড়া বস্তিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় একটি প্রভাবশালী দালাল চক্র বস্তিবাসীদেরকে উচ্ছেদের জন্য হুমকি ধামকি প্রদান করে।
এক পর্যায় বস্তিবাসীরা ক্ষিপ্ত হয়ে ধাওয়া করলে দালাল চক্র দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বস্তিবাসীরা সরকারের প্রয়োজনে বস্তি উচ্ছেদ করতে হলে পুর্নবাসনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ সময় বস্তির একাধিক বাসিন্দা সংবাদকর্মীদের জানান, আমরা দীর্ঘদিন যাবত সরকারের ডিআইটির শিল্প প্লটে খালি থাকার কারণে অসহায়, হতদরিদ্র, ভূমিহীন পরিবারগুলো কোনরকম মাথা গুজার ঠাই করে নিয়েছি। কিছু স্থানীয় দালাল চক্র বস্তি দথলের চেষ্টা করে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি আবুল হাসেম সাক্ষাৎকারে বলেন, আমার এ বিষয়ে কোন কিছু জানা নেই।
সরেজমিন ঘুরে দেখা যায়, এডিএম প্যাকেজিং লি: এর সত্ত্বাধিকারী মো: শওকত পারভেজ এর নামে একটি প্লটে সাইনবোর্ড স্থাপন করা আছে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে স্থানীয় সংবাদকর্মীরা যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। বস্তিবাসীরা জানান, দালাল চক্রের মধ্যে অন্যতম আবুল ফখরুদ্দিন, হারুন, আনোয়ার হোসেন। তাদের নেপথ্যে রয়েছে-মিলগেইট এলাকার আরো কিছু দখলদার।