আব্দুল আলীম, গাজীপুর প্রতিনিধি: আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গীতেও দিবসটি পালিত হয়েছে।
আজ সকালে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় গাজীপুর মহানগর ”এসিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন” সংগঠনের সদস্যরা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় সাধারন মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা তাদের সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এই সংগঠনের সারা দেশেই কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়াও করোনা কালীন সময়ে অনেক সাধারন মানুষকে ত্রান সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তারা। মানববন্ধনে গাজীপুর মহানগর এসিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি সেলিম মাহমুদ এবং সাধারন সম্পাদক আল আমিন হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।