আশজাদ রসুল সিরাজী, গাজীপুর প্রতিনিধি: ৮ জুন (সোমবার) দুপুরে টোক ইউপি সদস্য আব্দুল বাতেন কে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অসহায় ও কর্মহীনদের জন্য সরকারি রেশন কার্ড জালিয়াতি করে নিজ পরিবারের ৬ সদস্যর নামে কার্ড বিতরণ করার দায়ে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন কে ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা।
এলাকাবাসী সুএে জানাযায়, বাতেন মেম্বার তার ২ ছেলে, ছেলের বউ, তার ভাই, ভাতিজাসহ আত্মীয় স্বজনদের মাঝে জালিয়াতি করে কার্ড বিতরণ করেন। অসহায় গরীব মানুষদেরকে বঞ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোসাা: ইসমত আরা বলেন, নিয়মবহির্ভূত ভাবে ওই ইউপি সদস্য সরকারি বিতরণের রেশন কার্ড জালিয়াতি করে তার নিজ পরিবারের ৬ সদস্যর নাম দেয়ার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।