নতুন সড়ক পরিবহন আইন ২০১৮’র কিছু ধারায় নাখোশ দেশের পরিবহন শ্রমিকরা। নতুন এ আইনে শ্রকিদের বেড়েছে জরিমানা পাশাপাশি বেড়েছে শাস্তিও। আর এ কারনেই অসন্তোষ পরিবহন শ্রমিকদের। তাই এ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর সড়কগুলোতে গত কয়েকদিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।
এদিকে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ি থেকে ঢাকার অভ্যন্তরে গণপরিবহন বন্ধ রেখেছে শ্রমিকরা, সায়দাবাদ থেকেও ছারছেনা দূরপাল্লার বাস। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
এদিকে, রাস্তায় গণপরিবহনের সংকট থাকায় উবার, পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের রাইডারদের চাহিদা রয়েছে অনেক। কিন্তু বেশিরভাগ মোটরসাইকেল রাইডার অ্যাপস ছাড়া সরাসরি যাত্রীদের সঙ্গে ভাড়া ঠিক করে যাচ্ছেন। এক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।