ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শরীরে পোড়া ক্ষত নিয়ে যন্ত্রণাময় দিন পার করছেন আহতরা।
বিনা খরচে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে রাজ্জাক নামের একজনের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া অন্যরা ৫০ ও ৮০ ভাগ দগ্ধ বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ
উল্লেখ্য, গেলো ১১ ডিসেম্বর প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ হন ৩১ জন। এর মধ্যে ১৩ জন মারা গেছেন।