সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর প্রতিনিধি,কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন হাটবলিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বাংগরাবাজার থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত একলাশপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওয়াহেদ উল্লার ছেলে মো. রুবেল মিয়া(২২) ও ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার পঞ্চানন্দপুর গ্রামের মৃত সামছুল হক এর স্ত্রী জরিনা বেগম (২৮)। উভয়েরই বর্তমান ঠিকানা ঢাকার মোহাম্মদপুর।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সাংবাদিকদের জানান,আজ সোমবার বিকাল ৫ঃ০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মোঃ হানিফ সঙ্গীয় ফোর্সসহ বাংগরাবাজার থানার হাটবলিবাড়িতে অভিযান চালায়। হাটবলিবাড়ির কুদ্দুস ভূঁইয়ার ছেলে মোঃশাহজাহান ভূঁইয়ার চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপরে পুলিশ উঁৎ পেতে থেকে তাদের আটক করে। মাদকদ্রব্য পাচারকারীরা পুলিশের
উপস্থিতি টের পেয়ে পালাবার চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশি চালায়।তল্লাশিকালে তাদের সাথে প্রায় ২.৫ কেজি গাঁজা পাওয়া যায়। দুজনকে আটক করে গাঁজাসহ থানায় নিয়ে আসে।
সাব ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, কসবা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে ঢাকায় যেতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাটবলিবাড়িতে অভিযান চালাই। এসময় আটককৃতদের ব্যাগ তল্লাশি করে ২.৫ কেজি গাঁজা উদ্ধার করি। গাঁজাসহ তাদের দুজনকে বাংগরাবাজার থানায় নিয়ে আসি।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং(০৫)। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।