মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মত নানা আয়োজনে নড়াইলের কালিয়ায় বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (সোমবার) উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আয়েজনে ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে সকাল ১০ টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: বাইজিদ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগেসর সভাপতি মোল্লা মোকাররম হোসেন হিরু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সেলীম সিকদার, নড়াগাতি থানা ছাত্রলীগের সাারন সম্পাদক মুরছালিন খন্দকার লালিফ, আওয়ামী লীগ নেতা এ্যাড খান মাহাবুব আলী, শেখ ইকবাল হোসেন, মো: ফয়েকুজ্জামান ফকু, মো: মোস্তফা সিকদার, আব্বাস আলী খান, ছাত্রলীগ নেতা মো: শাহিন মোল্লা, আব্দুল্লাহ আল রুমি, চৌধুরী মাহিন প্রমুখ।
বক্তারা শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। এছাড়াও এই জন্মদিন উপলক্ষে কালিয়া উপজেলা আওয়ামী লীগ, নড়াগাতি থানা আওয়ামী লীগ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন।