মোঃ ইকবাল হোসেন, কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪ শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরন করেছে নতুন আত্মপ্রকাশ করা স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনের নেতৃবৃন্দ উক্ত মহোতি বিতরনী কার্যক্রম পরিচালনা করে।
ইফতার বিতরন ও আয়োজনের নেতৃত্বদেয় প্রত্যয় ফাউন্ডেশনের সভাপতি কিবরিয়া হাসান রমজান, সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম(হাসিব), সদস্য হাফিজুল ইসলাম, রুবেল তালুকদার, সৈকত হোসেন, সাকিব হোসেন, আহাদ মোল্লা, হাসিব খন্দকার, সাব্বির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় প্রত্যয় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানায় এমন মহোতি উদ্যোগ তাদের চলমান থাকবে।