আপনারা যদি বলেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করা যাবে না, তাহলে সেটা করবো না। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) ইটিআইয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এসময় নূরুল হুদা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নির্বাচন পরিচালনায় কোনো অসুবিধা দেখিনি। আমরা সুফল পেয়েছি, তাই এ ব্যবস্থা ধরে রেখেছি।
নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন, ইভিএম পরিচালনায় প্রতি কেন্দ্রে দু’জন করে সেনাবাহিনীর টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। কর্মকর্তাদের ওপরেই কমিশনের ভাবমূর্তি নির্ভর করে। প্রার্থীরা যেন লেভেল প্লেইং ফিল্ড পায়, সেভাবে কাজ করতে হবে। নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন চায় ইসি।
এসময় ইসির সিনিয়র সচিব মো. আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।