মোঃরাশেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরও একজন গর্বিত সদস্য, মহানগর গোয়েন্দা (দক্ষিন)বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ২৮ জুন, ২০২০ খ্রিঃ হতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ তে স্থানান্তর করা হয়। আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি অদ্য ১৩ জুলাই, ২০২০ খ্রিঃ রাত ৩ঃ৪১ ঘটিকায় মৃত্যুবরণ করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার মহানগর গোয়েন্দা (দক্ষিন) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন