শেখ শাহিনুর ইসলাম শাহিন,বাগেরহাট(মোল্লাহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা শীর্ষক আলোচনা সভা ও পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার কাহালপুর এম এম ওবাইদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম কালিম এর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি কালিপদ বিশ্বাস ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস। এসময় বক্তারা বলেন করোনা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই সচেতনতাই পারে এ ভাইরাস থেকে আমাদের রক্ষা করতে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।