সোমবার পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন, ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন।
এদের মধ্যে টিকা নেবার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৬০৯ জনের শরীরে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ডোজ টিকা দেবার পর কার শরীরে কি পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলো সেবিষয়ে জরিপ চালানো হবে।
অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেবার ৪ সপ্তাহ পর স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় দেখা গেছে,
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার ৯৪ শতাংশ কমে গেছে। গবেষকরা দাবি করছেন এটি খুবই কার্যকর টিকা।