মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে ৫৫ বছরের এক ব্যক্তি ঢাকায় মারা গেছেন। তিনি ঢাকাতেই চিকিৎসাধীন ছিলেন করোনা সন্দেহে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ গ্রামের বাড়ি বালিয়ায় আসে। করোনা সন্দেহভাজন হিসেবেই রাত প্রায় ১২টায় সময় তাঁকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। মারা যাওয়া ব্যক্তির নাম খোরশেদ আলম। বাড়ি পূর্ব সাপদী, ৫নং ওয়ার্ড। তিনি ঢাকাতে তার বাসায় অসুস্থ হয়ে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
সেখানে থাকা অবস্থায়ই তার নমুনা সংগ্রহ করা হয়। তবে রিপোর্ট পাওয়া যায়নি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন এবং বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম এসব তথ্য জানান।