সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ১৫৬ জনে। আর নতুন করে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩২ জন।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২২ জন রোগী সুস্থ হয়েছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল ২৪ ঘণ্টায় মৃত রোগীর সংখ্যা ছিল ৪০ জন, শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৭৭ জন।