নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া বাজার এলাকায় এসএসসি গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন সমাধানের অভিযোগে এক শিক্ষকসহ চারজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বড়দিয়া এলাকার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রের পাশে ওই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম জানান, কম্পিউটারের দোকানে বসে প্রশ্নপত্রের সমাধান করে তা পরীক্ষা কেন্দ্রে পৌছানোর চেষ্টা করছিলো অভিযুক্তরা। পরে তাদের আটক করে একমাসের কারাদন্ড দেয়া হয়।