নারায়ণগঞ্জ থেকে উলিপুরে আসায় এক পরিবারের ৪জন হোম কোয়ারেন্টিনে। কুড়িগ্রাম প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ থেকে উলিপুরে আসায় এক পরিবারের ৪জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার কাঁচারী পাড়া গ্রামের আনোয়ারুল ইসলাম (২৫) গার্মেন্টস বন্ধ থাকায় নারায়ণগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন তার বাড়িতে গিয়ে তার মা আমিনা বেগম ও ভাগ্নে নিলয়সহ পরিবারের ৪ সদস্যকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেন। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন বলেন, নারায়ণগঞ্জ করোনা ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই পরিবারটিকে হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মজাহারুল ইসলাম মিলন কড়িগ্রাম