মোঃ আলমগীর, উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কেয়ার হসপিটালে টনসিলের অপারেশন করতে গিয়ে উম্মে হাদি ১৩ নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। উন্মে হাদি বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মতিয়ার হোসেনের মেয়ে।
গতকাল শুক্রবার(৩০ অক্টোবর) সকালে উম্মে হাদির টনসিলাইটিসের সমস্যায় গলা ব্যথা দেখা দিলে দ্রুত কেয়ার হসপিটালে নিয়ে যায়। পরে কেয়ার হসপিটালের চিকিৎসক ডাঃ সৈয়দ ছানাউল ইসলাম রোগিটির বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা শেষে টনসিলের অপারেশন করার পর রাত প্রায় ৮ টার দিকে উম্মে হাদির মৃত্যু হয়। কেয়ার হসপিটালের এক মালিক ডাঃ লুৎফর রহমান বলেন,
অপারেশন করার পর রোগিটির মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের সাথে রাতে মিমাংসা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। এবিষয়ে মুঠোফোনে কথা হলে ঘটনার সত্যাতা স্বীকার করে ডাঃ সৈয়দ ছানাউল ইসলাম বলেন,আমি রোগিটির টনসিলের অপারেশন সফল ভাবে করার পর রোগিটি মারা যায়। তবে রোগিটির শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা থাকার কারনে হয়তো মারা গেছে।
এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস বলেন, মৃত্যুর খবর পেয়ে কেয়ার হসপিটালে পুলিশ পাঠানো হয়েছিলো কিন্তু সেখানে ভিকটিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সেখান থেকে চলে আসা হয়।এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি।