গত ঈদে ঘরমুখো মানুষের ভিড় করোনা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দেয়। এবার যে কোনো মূল্যে তা এড়াতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ, বন্যা কবলিত মানুষের সুরক্ষা এবং কোরবানির ঈদে মানুষের ভিড় এড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও চলমান মেগা প্রকল্পের কাজে গতি বেড়েছে ।
তিনি জানান, প্রতিকূলতার মাঝেও পদ্মাসেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।