মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে পৌরসভার ভোট চলাকালীন ৮নং ওয়ার্ডের গণি স্কুল কেন্দ্রের বাহিরে সিনিয়র জুনিয়র বিষয়কে কেন্দ্র করে এ হত্যার ঘটনায় খুনি শাহেদ মিজিকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে।
শহরের কোড়ালিয়ার মাস্টার মোল্লা বাড়ির বাসিন্দা মোঃ হারুন মোল্লা কালুর ছেলে ইয়াছিন মোল্লা (১৭) কে ছুড়িকাঘাত করে শাহেদ মিজি। হত্যার ঘটনার পর থেকে শাহেদ মিজি পলাতক থাকে। চাঁদপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘাতক শাহেদের গতি বিধি সম্পর্কে আনুসন্ধান করে ফরিদগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করেছে বলে একটি সূত্র থেকে জানাযায়।
আরো জানাযায়, ঘাতক শাহেদ হত্যাকান্ড ঘটিয়ে চাঁদপুর থেকে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করে থাকে। হয়তো তার টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় চাঁদপুর জেলার ফরিদঞ্জে এসে আত্মগোপন করে ছিল।