বড়দিনের ছুটির আমেজ শেষ না হতেই আগামীকাল (বৃহস্পতিবার) ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে কয়েকটি বড় দল মাঠে নামবে।
লন্ডনে ভাইটালেটি স্টেডিয়ামে স্বাগতিক বোর্নমাথের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। শেষ পাঁচবারের দেখায় বোর্নমাথকে জয় পেতে দেয়নি আরতেতার শিষ্যরা। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে সাউদাম্পটন।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা দু’টি। আরেক ম্যাচে রাত সাড়ে এগারোটায় ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে নিউক্যাস্টল ইউনাইটেডের বিপক্ষে।
অন্যদিকে, রাত দু’টোয় পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থাকা লিভারপুলের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় থাকা লেস্টার সিটি।