ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভিরানতোকে (৭২) ছুরিকাঘাত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির বেনতেন প্রদেশের একটি শহরে ব্যক্তিগত গাড়িতে ওঠার আগে এই ঘটনা ঘটে। মূল অভিযুক্ত ব্যক্তি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত বলে সেখানকার পুলিশ ধারণা করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় মন্ত্রীর পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তা ও আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আর অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এক নারী ও এক পুরুষকে।