বাবুল সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় যুব লীগের নির্দেশনায়‘‘মুজিববর্ষের আহবানে ৩টি করে গাছ লাগান’’ এই শ্লোগানকে সামনে রেখে চর চারতলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.মনির হোসেন ও আওয়ামী নবীন লীগ আশুগঞ্জ শাখার উদ্যোগে বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
চর চারতলা ইউনিয়ন যুবলীগ ও আওয়ামী নবীন লীগ নেতা কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্বর পাশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ এলাকায় ৩০টি বিভিন্নজাতের ফলজ,ঔষধী ও বনজ গাছের চারা রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চর চারতলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.মনির হোসেন ও আওয়ামী নবীন লীগ আশুগঞ্জ শাখার সহ সভাপতি জুবায়ের আহমেদ আকাশ,সাধারণ সম্পাদক খন্দকার ওমর,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের যুবক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।