আবারো জুটি বেধেছে আসিফ আকবর ও এভ্রিল ।
সম্প্রিতি নতুন এক গানে আসিফ আকবর এর সাথে কো-আর্টিস্ট হিসেবে দেখা গেছে এ সময়ের অভিনেত্রী এভ্রিল কে । “যা পাখি” গানে তাদের জুটিকে এক সঙ্গে অনেকে পছন্দ করেছেন ইতিমধ্যে । গানটি পরিচালনা করেছে ওসমান মির্জা।
গানটি গত ২৮ নভেম্বর, মুক্তি পায় । এবং অতি অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নেয় ।
এর আগে সংগীত তারকা আসিফ আকবরের ‘কসম’ এবং ‘চুপচাপ কষ্ট’ শিরোনামের গানে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। দুটি গানেই বেশ ভালো সাড়া পান আসিফ-এভ্রিল।