আসন্ন দুই সিটির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।ইতোমধ্যে উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গ্রীন সিগন্যাল দিয়েছে দল। আর রাজপথে আন্দোলনে ব্যর্থ হলেও নির্বাচন থেকে পিছু হটতে চায় না বিএনপি। এরইমধ্যে ঢাকার দুই সিটিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্দোলনের কৌশল হিসেবেই অংশগ্রহন বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারক নেতারা।
আসছে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনে তিক্ত অভিজ্ঞতা থাকলেও ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। এমনকি প্রাথমিকভাবে দুই সিটিতে সম্ভাব্য প্রার্থীও ঠিক করে ফেলেছেন নীতি নির্ধারকরা।
দীর্ঘ একযুগ ধরে ক্ষমতার বাইরে থাকা, ২২ মাসেও কারাবন্দি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে কার্যকর আন্দোলন গড়তে না পারায় যখন কোনঠাসা বিএনপি। এজন্যে সিটি নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে আবারো ঘুরে দাঁড়াতে মরিয়া দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।