গত ১৪ সেপ্টেম্বর কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। হঠাৎ এ সিদ্ধান্তে দেশের বাজারে অস্থিরতা তৈরী হয়। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা।
এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে নতুন জাতের পেঁয়াজ। সেই সাথে অন্যান্য দেশ থেকে আনা পণ্যটিতে সয়লাব দেশের বাজার। এমনই পরিস্থিতিতে ভারত থেকে আমদানি, চিন্তার ভাজ ফেলেছে ব্যবসায়ী ও কৃষকদের কপালে।
বাজারে পর্যাপ্ত মজুদ থাকায় পণ্যটি আমদানি মাস-তিনেক পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এরই মধ্যে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবছর ভারত প্রায় ২০ লাখ টন পেঁয়াজ রপ্তানি করে।