বাবুল সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে আশুগঞ্জের আড়াইসিধা দক্ষিণ পাড়া মৃত আব্দুল কাদির মিয়ার বাড়ির সমাজ সেবক হাজী আলী আকবর, বাবুল মিয়া, নাজির মিয়া।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে আড়াইসিধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ আব্দুল্লা লিপি, গিয়াসউদ্দিন,মো.হুমায়ুন মিয়া,উপস্থিত থেকে অসহায় ও নিম্ন আয়ের লোকজনের মাঝে এই খাদ্য সহয়তা প্রদান করেন। সমাজ সেবক হাজী আলী আকবর ও বাবুল মিয়া,নাজির মিয়া বলেন,এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্যই আমাদের এই আয়োজন। যতদিন করোনার প্রভাব থাকবে এলাকার অসহায় মানুষের জন্য এই খাদ্য সহ সমাজে বিভিন্ন সহায়তা চলমান থাকবে।