ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সারাদিনও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়,“আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী,খুলনা ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা ব্জ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী ০৩ দিন বৃষ্টি অথবা ব্জ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।”
তিনি আরো বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন আবার তাপমাত্রা বাড়বে। এদিকে, মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। এরইমধ্যে রাজধানীর কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
আর্ন্তজাতিক আবহাওয়া সাইটগুলো বলছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বেড়ে যাবে বৃষ্টির তীব্রতা যা চলবে বুধবার দুপুর ১২টা পর্যন্ত। এরপর মাঝে কিছুটা বিরতি দিলেও আবারো সেদিন সন্ধ্যায় নামবে বৃষ্টি।