বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর অন্দরের গোপন কথা ফাঁস করেছেন গণমাধ্যমে। জাহ্নবীর মতে, তাদের বাড়িটি একটা পাগলা গারদ। সেটি নিয়ে রিয়েলিটি শোও হতে পারে।
বলিউডের খ্যাতনামা প্রযোজক বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। বনির প্রথম পক্ষের সন্তানরা হলেন অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। শ্রীদেবীর মৃত্যুর পর দুই পক্ষের সন্তানরা মিলেমিশেই থাকছেন। প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের।