বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ২৫ জনকে আসামি করে করা অভিযোগ পত্র গ্রহণের মধ্য দিয়ে আবরার হত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এবং মামলার ৪ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পলাতক আসামিরা হলেন মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মোস্তবা রাফিদ। তবে এদের মধ্যে প্রথম তিনজন এজাহারভুক্ত ও শেষের জন এজাহারবহির্ভূত।
এর আগে ১৩ নভেম্বর আবরার হত্যায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।