মোঃ রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ আনোয়ারায় ৪০লিটার চোরাই মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খায়রুজ্জামান,এস আই আরাফাত, এ এস আই রেজাউল করিম মামুনের নেতৃত্বেও সঙ্গীয় ফোর্সসহ রাতে অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
৪০লিটার চোরাই মদসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার সহকারী পুলিশ পরির্দশক রেজাউল করিম।আটককৃত মাদক ব্যাবসায়ী হলেন -উত্তম সর্দ্দার (৩৫) তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের উত্তম সর্দ্দার (৩৭),পিতামৃত- রাখাল সর্দ্দার , সাং- আনোয়ারা সদর সর্দ্দার পাড়া, ওয়ার্ড নং-০৫,থানা- আনোয়ারা।তাকে উত্তম সর্দ্দারের বসতঘরে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশিয় তৈরি চোরাই মদসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে এলাকার মৃত রাখাল সর্দ্দারের ছেলে।
এ ব্যাপারে,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় আনোয়ারা থানার মামলা নং ২৯,তাং ৩০/০৮/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়।