মেয়র আনিসুল হকের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের কবর জিয়ারত ও শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন।
নিহত আনিসুল হকের স্মৃতিচারণ করে আতিকুল ইসলাম বলেন ‘আনিস ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল সুদীর্ঘ দিনের। জীবনের বড় একটা সময় আমরা একসঙ্গে ব্যবসায়ীদের সংগঠন পরিচালনা করেছি, ব্যবসা-সংক্রান্ত চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করেছি।’
এসময় তিনি বলেন, “আনিস ভাইয়ের সঙ্গে আমার শ্লোগান ‘সবাই মিলে সবার ঢাকা’ একই অর্থ বহন করে।’ এসময় তিনি আনিসুল হকের প্রতি শ্রদ্ধা রেখে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে ডিএনসিসিকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ২০১৭ সালের এই দিনে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক।