মোঃ কাজী রহমান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান বিপি এম এর উদ্যোগে নিজস্ব তহবিল থেকে ৫০ জন গ্ৰাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। শুক্রবার বিকেলে ৫ টার সময় উপজেলা থানা চত্বরে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপি এম, উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, আমরা অদৃশ্য এক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি যা আমরা দেখতে পাচ্ছিনা। আর এই অদৃশ্য ভাইরাস মোকাবেলায় জেলা পুলিশের পাশাপাশি গ্ৰাম পুলিশ ও ব্যাপক ভূমিকা পালন করতে আসছে। গ্রাম পুলিশের এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানায়। তাই তাদের উপহার হিসেবে উপজেলার ৫০ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে সামগ্রী দেওয়া হয়েছে।