ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আলাদা ম্যাচে জয় পেয়েছে অ্যাস্টোন ভিলা ও ম্যানচেস্টার সিটি, আর ম্যাচ ড্র করেছে আর্সেনাল।
লন্ডনের ব্রামাল লেনে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যান সিটি। খেলার শুরু থেকেই ডিফেন্সিভি ফুটবল খেলায় গোল শূন্য থেকে বিরতিতে যায় ম্যান সিটি ও স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সিটিজেনদের পক্ষে ৭৩ মিনিটে জয় সূচক গোলটি করে সারজেও আগুয়েরো।
খেলার বাকি সময় আর কোন দল গোল না করায় ম্যান সিটির কাছে নিজেদের মাঠে ১-০ গোলের পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।