পদ্মা সেতুতে প্রতিমাসে তিনটি করে স্প্যান বসবে জানিয়ে সড়ক পরিবরহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী বছরের জুলাইয়ের মাঝামাঝি স্প্যান বসানো শেষ হবে এবং ২০২১ সালের জুলাইয়ে যান চলাচলের জন্য পদ্মা সেতু উম্মুক্ত করে দেয়া হবে। দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন আগামীকাল বসবে সেতুর ২০তম স্প্যান। এ স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৩ কিলোমিটার সেতু। ইতোমধ্যে সেতুর ৭৫শতাংশ কাজও শেষ হয়েছে বলে জানান মন্ত্রী।