অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর টাই করলো বাংলাদেশ। সোমবার দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে প্রস্তুতির শুরুটা দারুণ হয়েছে যুবাদের।
ডি ভিলিয়ার্স ওভালে টস জিতে নেন বাংলাদেশ আকবর আলী। ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ৭০ রানে জুটি করেন। তানজিদ ৩২ করে ফিরলেও ৫২ রান করেন ইমন।ফর্মে থাকা তৌহিদ হৃদয় করেন ৫৩ রান। শামীম হোসেনের ৩৩ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেটে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ২৫১ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভালো করলেও শরিফুল, হাসান মুরাদ ও শাহীন আলমের বোলিং তাণ্ডবে ২৫০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে শরিফুল চারটি, স্পিনার হাসান মুরাদ দুটি এবং শাহীন আলম ও তৌহিদ হৃদয় নেন একটি করে উইকেট।