তাপমাত্রা বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার দাবানলে ফের প্রাণ গেলো ফায়ার সার্ভিসকর্মীর। মেলবোর্নের পাঁচটি এলাকা থেকে ১ লাখ মানুষকে সরে যাবার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুনভাবে ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ১০০ একর তৃণভূমিতে দাবানল ছড়িয়ে পড়ায় জারি করা হয় জরুরি অবস্থা। এর আওতায় পড়েছে দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
জ্বলছে সাধারণ মানুষের খামারবাড়ি, আবাদি জমি। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের মাধ্যমে ছড়ানো হচ্ছে পানি ও বালু।
এদিকে, নিউ সাউথ ওয়েলসে বাতাসের তীব্রতায় হঠাৎ ছড়িয়েছে দাবানল। যাতে প্রাণ হারিয়েছেন এক ফায়ার সার্ভিসকর্মী। আরও দু’জনের অবস্থা সংকটাপন্ন।
চলতি মৌসুমে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ ডিগ্রি সেলসিয়াস। দাবানলে পুড়ে ছাই এক হাজার ঘরবাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৭৪ লাখ একর বনভূমি।
এ নিয়ে অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে চলমান দাবানলে মোট ১০ জন মারা গেল। ভয়াবহ এ পরিস্থিতিতে নতুন বছর বরণের রাতে আতশবাজি না পোড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির সরকার। তবে সেই আহ্বান উপেক্ষা করেই এবার আতশবাজির প্রদর্শনী চলবে বলে জানিয়েছে সিডনি কর্তৃপক্ষ।