জাহাঙ্গীর আলম, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় করোনার প্রাদুর্ভাবে শ্রমিক সংকটের কারণে যে সকল কৃষক ফসলী জমি কাঁটতে পারছে না তাদেরকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দিচ্ছে নেত্রকোণা জেলা যুবলীগের নের্তৃবৃন্দ।
আজ (২৮এপ্রিল, মঙ্গলবার) দুপুরে জেলার সদর উপজেলায় মৌগাতি ইউনিয়নে সরকার দলীয় নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছে।
ধান কাটায় অংশ গ্রহন করেন যুবলীগের আহব্বায়ক মাসুদ খান জনি, সিনিয়র যুগ্ন আহব্বায়ক জামিউল ইসলাম খান জামি, যুবলীগের যুগ্ন আহব্বায়ক দেওয়ান রনি, জামিউল ইসলাম খান জামি বলেন, কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর পরামর্শক্রমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অসহায় কৃষকের ধান কেঁটে দিচ্ছি।
যতদিন অসহায় কৃষকের পাকা ধান ঘরে তুলতে না পারবে ততদিন আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি অব্যাহত রাখবো।