বৈবাহিক সম্পর্ক ছাড়াই বিদেশি নারী-পুরুষ যুগল সৌদি আরবের হোটেলে একসঙ্গে থাকতে পারবেন। বিদেশি পর্যটক টানতে সৌদি আরব ঘোষিত নতুন ভ্রমণ ভিসায় এই সুযোগ থাকছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত শুক্রবার নতুন ভ্রমণ ভিসার ঘোষণা দেয় সৌদি আরব। এই ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য দেশের দ্বার খুলে দিয়েছে দেশটি। এখন থেকে ৪৯টি দেশের মানুষ ভ্রমণ ভিসা নিয়ে দেশটিতে ঘুরতে যেতে পারবেন। তাঁদের সুবিধার জন্য নারীদের পোশাক সম্পর্কিত কিছু বিধিনিষেধ শিথিল করেছে রক্ষণশীল দেশটি।