নুর কুতুবুল আলম, বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমরায় অবশেষে মাননীয় প্রধান মন্ত্রীর ছবি সরিয়ে নিলেন আলোচিত অবসর প্রাপ্ত সেনা সদস্য কর্পোরাল জোবায়ের হোসেন। তিনি বাগমারা উপজেলার গণিপির ইউনিয়নের মাঝিগ্রামের ঘেতন সাঁই এর ছেলে।
ঘটনা এ স্থানীয় সূত্রে জানা যায়, মাননীয় প্রধান মন্ত্রীর ছবি টানিয়ে সরকারি রাস্তার জমি দখলসহ চাকরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ রয়েছে ওই অবসর প্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামবাসী গত ২৯ জুন/২০২০ মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করেন।
যা দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ স্থানীয়, জাতীয় পত্র পত্রিকায় তাঁর নানা অপকর্মের নিয়ে খবর প্রকাশ পায়। তাতে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। জোবায়ের হোসেন মাননীয় প্রধান মন্ত্রীর সাঁটানো ছবি তাঁর বাস ভবনের মূল ফটক থেকে সরিয় নিতে বাধ্য হন। নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র তা নিশ্চিত করেছেন।
সূত্রটি আরও জানায়, ছবি নামানোর পর থেকে তিনি প্রতিবেশীদের নানা ভাবে হুমকি ধামকি ও মিথ্যা প্রচারণায় লিপ্ত রয়েছেন।