অবশেষে জয়ের দেখা পেলো সিলেট থান্ডার দ্বারা helal uddin - ডিসেম্বর ২২, ২০১৯ Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin Email Print Viber LINE খুলনা টাইগার্সের জয়রথ থামিয়ে দিলো সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮১ রানের বড় হারের স্বাদ পেলো খুলনা। অপরদিকে চার ম্যাচ পরে প্রথম জয়ের স্বাদ পেলো সিলেট। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আন্দ্রে ফ্লেচারের অপরাজিত শতকে ৫ উইকেটে ২৩২ রানের লড়াকু স্কোর গড়ে সিলেট। ৫৭ বলে ১১টি চার আর ৫টি ছয়ে ১০৩ রানে অপরাজিত থাকেন ফ্লেচার। এছাড়া জনসন চার্লস করেন ৩৮ বলে ৯০ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে যায় খুলনা। রাইলি রুশো ৫২, ফ্রাইলিংক ৪৪, সাইফ হাসান ২০ ও মুশফিক করেন ১০ রান। সিলেটের পক্ষে সান্টোকি ৩টি এবং মনির হোসেন ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট। চার ম্যাচে খুলনার এটি প্রথম হার।