সপরিবারে করোনামুক্ত (কোভিড-১৯) হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (২ আগস্ট) এক টুইটে এ তথ্য জানিয়েছেন ওই অভিনেত্রী।
টুইটে কোয়েল মল্লিক লিখেছেন, ‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের কাছে নেই। আমরা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছি। কোভিড পরীক্ষায় সব ধরনের প্রতিবেদন নেগেটিভ এসেছে। ’
Can’t express our gratitude in words for all the love,concern,care & prayers that came our way through out this time!We all have completely recovered & tested negative for Covid 19🙏
— Koel Mallick (@YourKoel) August 2, 2020
এর আগে চলতি বছরের ১০ জুলাই কোয়েল মল্লিক টুইটে জানান, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহসহ কোয়েল মল্লিক কোভিডের আক্রান্ত হয়েছেন। তারপর থেকে চিকিৎসকের পরামর্শে তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন।
১৭ জুলাই দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করালে রঞ্জিন মল্লিকের নেগেটিভ আসে। কিন্তু বাকি সবার পজিটিভ আসে।
কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।