অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার কর্মকর্তাদের বদলি করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এসময় আপিল বিভাগ বলেন আদালতে মামলার কার্যক্রমের বাইরের কথাবার্তা গণমাধ্যমে যাওয়া উচিত নয় ।
এর আগে সোমবার প্রধান বিচারপতি হাতাশা প্রকাশ করে বলেন সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম বন্ধ করতে পারা যাচ্ছে না। এসময় তিনি আরো বলেন, এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসালাম, এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ৫ সদস্যের আপিল বেঞ্চ এজলাসে বসার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানিয়েছিলেন, একটি মামলা আজ (সোমবার,২ ডিসেম্বর) ৩ নাম্বার সিরিয়ালে থাকার কথা কিন্তু অদৃশ্যভাবে তা ৮৯ নাম্বার সিরিয়ালে গেছে।
এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, অনেক রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে আসেন না, বেতন বেশী হওয়ার কারণে এমন হচ্ছে। বেতন কম হলে তারা ঠিকই কষ্ট করে আদালতে আসতেন। এসময় ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে তাৎক্ষনিকভাবে তলব করেন আপিল বিভাগ। উনি এসে তার ব্যাখা দিলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ।